মহান বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত

Passenger Voice    |    ১২:২৩ পিএম, ২০২২-১২-১৬


মহান বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত

‘মহান বিজয় দিবস-২০২২’ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে তিনি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের শীর্ষপদস্থ কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকাল পৌনে ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পরে সকাল ৭টা ৩৫ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে তিনি দলের নেতাদের নিয়ে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

প্যা.ভ/ত